রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত


Abu Saleh Shoeb | Published: 2024-06-22 11:26:03 BdST | Updated: 2024-06-28 06:07:12 BdST

'নিজে ও সমাজের জন্য যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশম আন্তর্জাতিক যোগ (Yoga) দিবস পালন করা হয়। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় এই যোগচর্চা। রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, যোগব্যায়াম স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে। একাগ্রতা এবং মানসিক অবস্থা উন্নত করার পাশাপাশি পেশীগুলির নমনীয়তা উন্নত করে। যোগাসন করলে হজম ঠিক থাকে এবং পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়।

এছাড়াও অন্যদের মধ্যে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. শফিকুর রহমান ও রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন।

যোগচর্চায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন অনুষদের অধিকর্তা, হলের প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এর আগে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা দেয়। ভারতের দেওয়া এ প্রস্তাবটি ১৭৫টি রাষ্ট্রের সমর্থনের মধ্য দিয়ে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন দেওয়ার রেকর্ড।