রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর কার্যক্রম স্থগিত করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।’
এর আগে সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন রাবি শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে ভর্তির সময় বাড়িয়ে জুলাইয়ের ১৫ তারিখ নতুন বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এ বিষয়ে কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘শিক্ষকদের আন্দোলনের কারণে প্রথম বর্ষসহ সকল বর্ষই জটে পড়ে যাবে। শিক্ষকদের এই দাবি মানা হবে কি না আমি জানি না, কিন্তু না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে যেহেতু তারিখ পেছানো হয়েছে একবার, তাই এবার নির্দিষ্ট তারিখ না দিয়ে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে হয়তো পরিস্থিতি সাপেক্ষে প্রশাসন ক্লাস শুরুর সময় জানাবে।’