প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাবি-রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


Abu Saleh Shoeb | Published: 2024-07-15 16:21:17 BdST | Updated: 2024-09-08 05:32:07 BdST

সরকারি সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবি এবং মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ও রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এক বিশাল সমাবেশ নিয়ে রাবি শিক্ষার্থীদের সাথে যোগদান করেন।

শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর। প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। অবস্থান কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এসময় তুমি নও আমি নই রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে সরকার সরকার', 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার' এমনসব স্লোগানে বিশ্ববিদ্যালয় উত্তাল করে তুলেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের একজন সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, 'আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হতাশাজনক। তাই আমরা এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি।

সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলফাজ বলেন, আমরা এতোদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করে তাহলে আমরা যাবো কোথায়? প্রধানমন্ত্রী ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমি আশাবাদী।

রুয়েট শিক্ষার্থী মো. আলমাস হোসাইন বলেন, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের ছাত্র সমাজের জন্য অপমানজনক। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি অথচ আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে৷ আমরা ছাত্রসমাজ এই মন্তব্যের বিরোধিতা করি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এসময় প্রায় বিভিন্ন হলের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৪ জুলাই রাবি শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে রাত ১২ টায় তারা একটি মিছিল বের করে এবং ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।