রাবি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে সাময়িক অব্যাহতি


RU Correspondent | Published: 2024-10-04 12:13:14 BdST | Updated: 2024-11-04 13:33:47 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বিভাগের সবধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা'দ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়৷

ড. মামুনের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার বিরুদ্ধে বিভাগীয় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, আমরা দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অধ্যাপক মামুনের অব্যাহতি সম্পর্কিত একটা চিঠি পেয়েছি। প্রশাসন থেকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি একাডেমিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়ে তিনি বলেন, আজ তাদের সাথে আমি এবিষয়ে কথা বলেছি। আজ ক্লাসে ফেরা সম্ভব হয়নি। আশা করি আগামী সপ্তাহ থেকে আমরা পাঠদানে ফিরে যেতে পারবো।

এর আগে, বুধবার (২ অক্টোবর) বোরখাকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা, খোলামেলা পোশাক নিয়ে অশোভন মন্তব্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ফেসবুকে পোস্ট করা ও আন্দোলনের বিপক্ষে কাজ করার জন্য অর্থের প্রলোভন দেখানোসহ নয়টি অভিযোগে অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে দ্রুত অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে করা অন্য অভিযোগগুলো হলো- বিভাগের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারীতা, ফল বিপর্যয় এবং পাঠদান ফাঁকি দেওয়া।