যুক্তরাষ্ট্রে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


Abu Saleh Shoeb | Published: 2024-11-04 18:28:57 BdST | Updated: 2024-12-04 03:09:27 BdST

যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফতেহ নুর আলম বাবু ও সাধারণ সম্পাদক শফি আনসারী নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক রেস্টুরেন্টে এ উপলক্ষে এক ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেন রাবিয়ানদের প্রায় ৩৫ জন সদস্য। অনুষ্ঠানে আগামী দু বছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশায় নিয়োজিত রাবিয়ানরা।