![](https://campustimes.press/photos/1733071268.jpg)
ক্রিকেট খেলার সময় ‘স্ট্রোক করে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত শিক্ষার্থীরা সিয়ামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং পরে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, ‘মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন তাকে প্রথমে রাবি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, 'ইতোমধ্যে সিয়ামের পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আজ এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে।
রামেক হাসপাতালের মিডিয়া অফিসার ড. শঙ্কর বলেন, “আনুমানিক ৪টার দিকে শিক্ষার্থীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি নিহত শিক্ষার্থী খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”