শীতার্তদের পাশে রাবি শিক্ষার্থীরা: ১০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ


Abu Saleh Shoeb | Published: 2024-12-21 12:31:44 BdST | Updated: 2025-04-22 23:37:10 BdST

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী মিলে নগরীর ১০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার পরে নগরীর বিনোদপুর, কাজলা, ভদ্রা, রেলগেটসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির কনভেনার ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলিম খান বলেন, শীতে কষ্ট পাওয়া মানুষদের দেখে কিছু করার ইচ্ছা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠন ‘সম্পর্ক’-এর সহায়তায় আজ রাজশাহীতে ১০০ জন শীতার্তকে কম্বল দিয়েছি। অনেকে চোখ ভেজা কণ্ঠে ধন্যবাদ জানায়, কেউ দোয়া করে—এসব আমাদের সব পরিশ্রম স্বার্থক করেছে।

বিজ্ঞাপন

আরেক সেচ্ছাসেবী ইমরান হোসেন জানান, প্রচণ্ড ঠান্ডার মধ্যে ৪টি রিকশা নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রকৃত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। সেই রাতে কোনো কষ্ট অনুভব হয়নি, বরং আত্মতৃপ্তি পেয়েছি।

কর্মসূচিতে 'সম্পর্ক'- এর গোপাল দেব, সোহরাব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থী ও নগরীর বিভিন্ন এলাকার কয়েকজন সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।