উন্নত জাতি গঠনে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: সোহাগ


টাইমস ডেস্ক | Published: 2018-08-25 23:30:44 BdST | Updated: 2024-04-30 20:56:38 BdST

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, আদর্শ ও উন্নত জাতি গঠন করতে হলে সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করতে হবে। জনবহুল এই দেশটির উন্নয়ন তরান্বিত করতে জাতির পিতার ত্যাগ, দর্শন ও নিঃস্বার্থ পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সোহাগ এসব কথা বলেন।

বাগেরহাট জেলা আ. লীগের সদস্য সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নের রোল মডেল। প্রতিটি ঘরে ঘরে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে নৌকা প্রতীকে ভোট দিবেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান। সঞ্চালনা করেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক।

সভায় বক্তৃতা দেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, বাগেরহাট জেলা আ. লীগ নেতা অ্যাড. খান সিদ্দিকুর রহমান, মাহফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, শাহচান মিয়া শামীম, রিপন তালুকদার, শাজাহান আলী খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান সেলিম, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন খান।

এছাড়াও শরণখোলা উপজেলা আ. লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, মোরেলগঞ্জ উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটর সাবেক সহসভাপতি আবু সাইদ, যুবলীগ নেতা হাসিব খান, মো. রাসেল হাওলাদার, ছাত্রলীগ মোরেলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

এসএম/ ২৫ আগস্ট ২০১৮