ফেলানীর পরিবারকে গরু উপহার দিলেন ছাত্রলীগ সভাপতি শোভন


ডেস্ক রিপোর্ট | Published: 2019-06-09 06:07:30 BdST | Updated: 2025-03-14 16:12:25 BdST

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর পরিবারকে গরু উপহার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

শুক্রবার (০৭ জুন) ঈদের তৃতীয় দিনে ফেলানীর পরিবারের হাতে নিয়েছে তার গ্রামের বাড়িতে গিয়ে গরু তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, সব সময় সাধান মানুষের পাশে থাকব। দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যেতে চাই।

উল্লেখ্য ২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ৯৪৭নং আন্তর্জাতিক পিলার ৩নং সাব পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাটাতার ডিঙ্গিয়ে বাবার সঙ্গে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে। সে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নুরল ইসলাম ও জাহানারা বেগম দম্পত্তির প্রথম সন্তান।