কাভার্ড ভ্যানে লেগুনার ধাক্কায় তিন ছাত্রীসহ নিহত ৫


গাজীপুরে টাইমস | Published: 2017-08-07 22:58:08 BdST | Updated: 2024-09-07 17:07:31 BdST

গাজীপুরে ‘দাঁড়িয়ে থাকা’ কাভার্ডভ্যানে লেগুনার ধাক্কায় তিন কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

সোমবার (০৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই লেগুনার যাত্রী।

পুলিশ হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাইওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) বাহার আলম জানান, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ১০ জন যাত্রী নিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় মাস্টারবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে লেগুনাটি ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত এবং সাতজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত তিন ছাত্রী রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি প্রথম বর্ষে শিক্ষার্থী ছিল।

পিআই/ ০৭ আগস্ট ২০১৭