
কুমিল্লার একটি ছাত্রাবাসে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া তার এক বন্ধুকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।
বুধবার (০৪ এপ্রিল) সকালে ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামের ওই ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া।
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় তার বন্ধু সজীবকে উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। ওসি বলেন, পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব বলে তিনি জানান।
এসএম/ ০৪ এপ্রিল ২০১৮