শরিয়তপুরে ঢাবি শিক্ষার্থীদের মাদক বিরোধী প্রচারণা


টাইমস ডেস্ক | Published: 2018-06-21 05:57:54 BdST | Updated: 2024-05-05 13:39:17 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধ্যয়নরত শরিয়পুরের শিক্ষার্থীদের সংগঠন' কীর্তীনাশা' কর্তৃক শরিয়তপুরে ঈদ পরবর্তী পুনর্মিলন ও মাদক বিরোধী প্রচারণা এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০শে জুন) সংগঠনটির সভাপতি রুবেল হোসেন তুষার এবং সেক্রেটারি কামরুজ্জামান জিসানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এর উদ্বোধন করেন সংগঠন্টির উপদেষ্টা এবং সাবেক সভাপতি শহিদুল হক শিশির।এ সময় আরো উপস্থিত ছিলেন বায়েজিদ কোতোয়াল, সাইফুল ইসলাম, অনিক এবং এস এম আবদুর রহমান আবির সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

তারা সরাকারের মাদক বিরোধী কার্যক্রমকে জানিয়ে জনগণকে মাদকের কুফল সমন্ধে অবহিত করে।

শরিয়তপুরে ঢাবি শিক্ষার্থীদের মাদক বিরোধী প্রচারণা

 

সংগঠনটি শরিয়তপুর সদরের বিভিন্ন স্থান: শরিয়তপুর সরকারি কলেজ,বীর শ্রেষ্ঠ মুন্সি আ: রউফ স্টেডিয়াম এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, বার ককাউন্সিল, কোর্ট মোড় সংলগ্ন এলাকা ও সদর হাসপাতাল এলাকা এবং চৌরঙ্গীর মোড় এলাকা প্রদক্ষিণ করে।এসময় স্থায়ী জনগণ সংগঠনটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে একাত্মতা প্রকাশ করে এবং মাদক মাদক বিরোধী কার্যক্রমে অংশ নেয়।

সংগঠনটি বিভিন্ন ছুটিতে সমাজ সচেতনা ও শিক্ষামূলক কাজে অংশ নেয়।এস এম আবদুর রহমান আবির বলেন, ঢাবির বিভিন্ন জেলা ও উপ-জেলা সংগঠনের সদস্যদের বড় বড় ছুটি যেমন দুই ঈদের ছুটিতে সমাজ সচেতনতা ও শিক্ষা ও অন্যান্য সমাজের প্রয়োজনীয় কার্যক্রম পরিচলনা করা ঢাবির শিক্ষার্থী হিসেবে নৈতিক দায়িত্ব।

এইচএম/ ২০ জুন ২০১৮