ঢাবির অনিরাপদ ওয়েবসাইট নিরাপদ করল ডাকসু, শিগগিরই আপডেট


ঢাবি টাইমস | Published: 2019-10-29 10:37:04 BdST | Updated: 2024-05-17 09:22:11 BdST

অবশেষে ডাকসুর উদ্যোগে এবং আইসিটি সেলের সহায়তায় নিরাপদ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট। ইতোপূর্বে এটি অনিরাপদ (not secure) ছিলো। এর আগে একবার হ্যাক করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট।

ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আরিফ ইবনে আলীকে বিষয়টি অবহিত করলে আরিফ বিষয়টি নিয়ে কাজ করেন।

আরিফ জানান, বিষয়টি জ্ঞাত হবার পর SSL সার্টিফিকেট ব্যবহার করে এবং ওয়েব সাইট সোর্স কোডে সিকিউরিটি মেকানিজম শক্তিশালী করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি সিকিউর হয়েছে। এর পাশাপাশি এটির কোয়ালিটি এনহ্যান্স করা হয়েছে৷ এখন ডিজাইন নিয়ে কাজ করা হচ্ছে।

ওয়েবসাইট নট সিকিউর থাকলে সহজেই হ্যাক করা যায় বলে জানান আইটি বিশেষজ্ঞরা।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি চুপ রয়েছে এমন অভিযোগ তুলে  ঢাবির ওয়েবসাইট হ্যাক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞদের সহায়তায় তা উদ্ধার করা হয় ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের ডিজাইন এর নিম্নমান নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে আইটি সেলের দায়িত্বপ্রাপ্তরা, জানান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরো আপডেট করার কাজ চলছে।