বাংলাদেশে প্রতারণা করছে ‘ভারতীয় অ্যাপ’


Dhaka | Published: 2019-12-29 08:34:29 BdST | Updated: 2024-05-17 08:15:50 BdST

ভারতীয় প্রযুক্তিবিদের তৈরি একটি অ্যাপ ব্যবাহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রতারণা করা হচ্ছে। অ্যাপটির মাধ্যমে অন্যের ইমেইল ব্যবহার করে বার্তা পাঠানো হচ্ছে। এতে যার মেইল ব্যবহার করা হচ্ছে তিনি এবং যার কাছে বার্তা পাঠানো হচ্ছে তিনি প্রতারিত হচ্ছেন।

‘ইমেইল স্পুফার’ নামট ওই অ্যাপটি তৈরি করেছেন ভারতের ব্যাঙ্গালুরুভিত্তিক অ্যাপ নির্মাতা রুপেশ ভান্ডারি।
ভান্ডারির অ্যাপের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার টেক সাইট গ্যাজেটসনাউ।
ইমেইল প্রতারণার এই অ্যাপটি বাংলাদেশেও বহু ব্যক্তি ডাউনলোড করেছে। তারা এটি ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে।
এদিকে প্রতারণামূলক এই অ্যাপ তৈরি করার অভিযোগে ২২ বছর বয়সী ভান্ডারিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
অ্যাপটি ব্যবহার করে ব্যাংক, সামাজিকমাধ্যম ও টেলিকমিউনিকেশন খাতের মত গুরুত্বপূর্ণ যায়গায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
রুপেশ ভান্ডারি অ্যাপটি চালু করেন ২০১৭ সালে জানুয়ারি মাসে। ওই বছর অ্যাপটি ১৪ হাজারের বেশি ডাউনলোড হয়। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, তুরস্ক ও বাংলাদেশ রয়েছে।
ভালো সাড়া পাওয়ার পর রুপেশ ভান্ডারি চলতি বছর তার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ করে। রুপেশ নিজেও অ্যাপটি ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।