মুজিববর্ষ-ডাকসু অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব শুরু


ঢাবি টাইমস | Published: 2020-02-23 05:17:26 BdST | Updated: 2024-05-10 00:29:18 BdST

মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ৪-দিনব্যাপী ‘মুজিববর্ষ-ডাকসু অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০’ আজ ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, এই খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি ভাল সম্পর্ক তৈরি হবে এবং শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির উন্মেষ ঘটবে। বিভিন্ন ইভেন্টে ভালো ভালো খেলোয়ার বের হয়ে আসবে।

.
Caption


এতে প্রধান অতিথি হিসেবে র‌্যাব-এর মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) উপস্থিত ছিলেন। এসময় ডাকসুর সাদ্দাম হোসেনসহ অন্যান্য্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ, জাতীয় ক্রীড়াবিদ, খেলোয়ারবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।