করোনাভাইরাস: ৩০ হাজার মাস্ক দিলো বার্সালোনা


টাইমস ডেস্ক | Published: 2020-03-30 19:36:11 BdST | Updated: 2024-05-09 21:36:18 BdST

কোভিড-১৯ এর বিস্তার রুখতে মাস্ক পরা অন্যতম কাজ। বার্সেলোনা চীন থেকে আনা ৩০ হাজার মাস্ক দিল কাতালুনিয়া সরকারকে। এসব মাস্ক বার্সেলোনাকে দিয়েছে ক্লাবের আঞ্চলিক অংশীদার তাইপিংয়ের একটি বীমা কোম্পানি।

বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, এসব মাস্ক কাতালুনিয়ার বিভিন্ন নার্সিং হোমে বিতরণ করা হবে। এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ক্লাবের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে।

বার্সেলোনা জানিয়েছে, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সাহায্যের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে তারা। যাতে স্বাস্থ্য সংস্থার সব আদেশ, সুপারিশ এবং সিদ্ধান্তগুলোর ব্যাপারে সবাইকে সচেতন করা যায় এবং সেগুলো যথাযথভাবে পালন করা হয়।

এসএম/ ৩০ মার্চ ২০২০