প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানে হারল বাংলাদেশ


টাইমস ডেস্ক | Published: 2017-10-27 16:09:35 BdST | Updated: 2024-05-20 12:14:12 BdST

টেস্ট এবং ওয়ানডে পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশা দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে একটা সময় সমান তালে লড়াই করা টাইগাররা জয়ের স্বপ্নই জাগিয়ে তুলেছিল। কিন্তু দারুণ শুরুর পর তালগোল পাকিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে।

পচেফস্ট্রুমে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানে আটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৩১ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন। মোহাম্মদ সাইফউদ্দিন ২৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া সাব্বির রহমান ১৯, সাকিব আল হাসান ১৩, মেহেদী হাসান মিরা ১৪ এবং মুশফিকুর রহীম করেন ১৩ রান। ইমরুলের ব্যাট থেকে আসে ১০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন বেউরান হেন্ডরিক্স, রবি ফ্রাইলিঙ্ক, ড্যান প্যাটারসন ও আন্দিলে ফেলুকওয়ায়ো। অ্যারন ফাঙ্গিসো নেন একটি উইকেট।

২০০ ছুঁই ছুঁই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ড্যান প্যাটারসনের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন ইমরুল। হেনডরিক্সের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের সমর্থকদের উজ্জীবিত করেন সৌম্য।

তৃতীয় ও চতুর্থ ওভারেও আক্রমণাত্মক সৌম্যর দেখা মেলে। দুই ওভারে দুটি করে চার হাঁকিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে চতুর্থ ওভারের পঞ্চম বলে ইমরুল ক্যাচ আউট হয়ে ফিরে গেলে কিছুটা হোঁচট খায় টাইগাররা।

ইমরুলের বিদায়ের পর সাকিবকে নিয়ে দারুণ জুটি গড়ে বাংলাদেশকে টেনে তোলেন সৌম্য। তবে অভিষিক্ত ফ্রাইলিঙ্কের করা সপ্তম ওভারের শেষ বলে সাকিব ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে ফিরে গেলে হোঁচট খায় টাইগাররা।

সাকিব ফিরে গেলেও আক্রমণাত্মক খেলতে থাকেন সৌম্য। হাফসেঞ্চুরির পথে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেলে বড় ধরনের ধাক্কা খায় বাংলাদেশ। আন্দিলে ফেলুকওয়ায়োর করা দশম ওভারের প্রথম বলে স্বাগতিক দলের খেলোয়াড়দের লেগ বিফোর আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউতে ফিল্ড আম্পায়ারে সিদ্ধান্ত পরিবর্তন হলে ক্রিজ ছাড়তে হয় সৌম্যকে।

১১তম ওভারের চতুর্থ বলে মুশফিককে আউট করে বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয় অ্যারন ফাঙ্গিসো। ফেলুকওয়ায়োর করা দ্বাদশ ওভারে মাহমুদউল্লাহ আউট হয়ে ফিরে গেলে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টাইগাররা।

মাহমুদউল্লাহ ফিরে যাওয়ার পর মিরাজ ও সাইফউদ্দিন মিলে ২৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকান বোলারদের পরীক্ষা নেন। তবে তিন রানের ব্যবধানে মিরাজ, তাসকিন এবং শফিউলকে আউট করে প্রোটিয়াদের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করে স্বাগতিক বোলাররা। নবম ব্যাটসম্যান হিসেবে শফিউল আউট হওয়ার পর সাইফউদ্দিন ও রুবেল মিলে ১৬ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের হারের ব্যবধান কমান।

এর আগে পচেফস্ট্রুমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা।

ডি কক ৪৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেন। ডি ভিলিয়ার্স ২৭ বলে আটটি চারের সাহায্যে খেলেন ৪৯ রানের ঝোড়ো ইনিংস। এছাড়া ডেভিড মিলার ১৯ বলে ২৫ এবং ফারহান বিহারদিয়েন করেন ১৭ বলে ৩৬ রান।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান।

দুই ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে মাশরাফির দলের সঙ্গী হয় ০-৩ ব্যবধানের হোয়াইটওয়াশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি সিরিজে প্রথম জয়ের সন্ধানে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বিহারদিয়েন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ফ্রাইলিঙ্ক, অ্যারন ফাঙ্গিসো, ড্যান প্যাটারসন ও হেন্ডরিক্স।

পিআই/ ২৭ অক্টোবর ২০১৭