লিওনেল মেসির ৬০০তম ম্যাচে বার্সার জয়


টাইমস ডেস্ক | Published: 2017-11-05 22:12:11 BdST | Updated: 2024-05-20 10:29:19 BdST

বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলা হয়ে গেছে ভীনগ্রহের তারকাখ্যাত ফুটবলার লিওনেল মেসির। আর মেসির এই মাইলফলকের ম্যাচে ঘরের মাঠে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভালভেরদের দল।

তবে দুঃখজনক সত্য হল- নিজের মাইলফলক ম্যাচে গোলভাগ্য খুব খারাপ ছিল ফুটবলার মেসির।

অবশ্য দলকে জয় এনে দিতে জ্বলে উঠেছিলেন পাকো আলকাসের। শেষ পর্যন্ত তার জোড়া গোলে বার্সা পায় কাঙ্ক্ষিত জয়।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান মেসি। তবে কর্নারের বিনিময়ে তার গোল ঠেকান সেভিয়া গোলরক্ষক।

এর দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন সুয়ারেজ।

অবশেষে ম্যাচের ২৩তম মিনিটে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার এসকুদেরোর ভুলে গোল করে দলকে লিড এনে দেন পাকো আলকাসের।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় সেভিয়া। এর জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। ম্যাচের ৫৯ মিনিটে পিসারো সমতায় ফেরান দলকে। কর্নার থেকে আসা বলে দারুণ হেডে বল জালে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

ম্যাচের ৬৩ মিনিটে জেরার্ড পিকের শট ক্রসবারে লাগলে হতাশা বাড়ে বার্সা সমর্থকদের। এর দুই মিনিট পরই দলকে ফের এগিয়ে দেন আলকাসের।

ডান দিক থেকে ইভান রাকিটিকের বাড়ানো দারুণ ক্রসে বল জালে পাঠান স্প্যানিশ এই তারকা।

এ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ভ্যালেন্সিয়া। আর ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

এমএস/ ০৫ নভেম্বর ২০১৭