শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে সিআরপি চ্যাম্পিয়ন


bdnews24.com | Published: 2017-12-22 04:45:13 BdST | Updated: 2024-05-20 21:59:59 BdST

ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এ শিরোপা উঠল পক্ষঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র-সিআরপি’র দলের হাতে।

বৃহস্পতিবার সিআরপি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম ৭ রানে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জডকে (বিসিএপিসি) হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

টসে জিতে ব্যাট করতে নেমে সিআরপি দল ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৪ রান করে। শরীফুল ১৪ বলে সর্বোচ্চ ২২ রান করেন।

১০৫ রান তাড়া করতে নেমে বিসিএপিসি দল ১৯ ওভার ৩ বলে ৯৭ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে মনির ২৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন।

সিআরপির সানাউল্লাহ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিআরসি বাংলাদেশের ডেপুটি হেড অফ ডেলিগেশন ওয়াল্টার জেন্টি ও আইসিআরসির শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার অজয় সেন।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণে উৎসাহ দিতে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে ৫ দিনের এই টুর্নামেন্ট শুরু হয় গত ১৭ ডিসেম্বর।

\এ প্রতিযোগিতায় ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে ট্রফির জন্য লড়েছে। গ্রুপ এ-তে ছিল দুরন্ত লালমনিরহাট ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ঢাকার আরদ্রিদ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম।

গ্রুপ বি-তে ছিল ঢাকার সিআরপি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম, ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম এবং গাজীপুর গ্লোরিয়াস ডিজঅ্যাবল ক্রিকেট ক্লাব।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দৃশ্যমান বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তবে শারীরিক ঝুঁকি ও নতুন আঘাতের ঘটনা এড়াতে বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, মাইনর অ্যামপুটেশন, হাড় ভাঙা ও হুইল চেয়ার ব্যবহারকারীদের এতে নিরুৎসাহিত করা হয়েছে।

আইসিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি সুগম করার জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে।

আইসিআরসি বিশ্বাস করে, ক্রিকেটের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত হলে প্রতিবন্ধকতার চিরায়ত কুসংস্কার ও বৈষম্য কমে আসবে। পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বেশি গুরুত্ব পাবে।

 

এমএসএল