'ফ্যাসিবাদী নিপীড়নের গল্প' প্রকাশ করবে ছাত্রদল, লেখা আহ্বান


Dhaka University | Published: 2025-02-26 12:35:39 BdST | Updated: 2025-03-26 16:24:28 BdST

"ফ্যাসিবাদী নিপীড়নের গল্প" – প্রকাশ করবে ছাত্রদল। শিক্ষার্থীদের কাছে লেখা চেয়ে ক্যাম্পেইন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রকাশ করছে "ফ্যাসিবাদী নিপীড়নের গল্প"।

নেতারা জানান, এ কর্মসূচির মূল লক্ষ্য—নিপীড়িতদের কণ্ঠস্বরকে একত্রিত করা, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য লিখতে চান। আমরা চাই, ছাত্রসমাজ তাদের অভিজ্ঞতা, প্রতিবাদ ও প্রতিরোধের গল্পগুলো তুলে আনুক, যাতে ভবিষ্যতের লড়াই আরো সুসংগঠিত হয়।

নেতারা বলেন, আজ ক্যাম্পাসজুড়ে এর প্রচারণায়—টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার ও স্যাডো সংলগ্ন এলাকায় স্টিকার লাগিয়ে আমরা এই সংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছি এবং লেখার আহ্বান জানানো হয়েছে।

এত উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

লেখা পাঠানোর ঠিকানা
???????? ইমেইল: [email protected]
???? WhatsApp : +8801851025777