ঢাবির সিনেট অধিবেশনে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা প্রস্তাব


DU Correspondent | Published: 2024-06-26 21:46:47 BdST | Updated: 2024-06-29 20:42:07 BdST

‘বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগ সব অযোগ্যদের উপাচার্য নিয়োগ দিচ্ছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে সিনেট অধিবেশনে এই বক্তব্যের প্রতিবাদে নিন্দা প্রস্তাব জানানো হয়।

 

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত বার্ষিক অধিবেশনে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা প্রস্তাব জানান আওয়ামীপন্থি সিনেট সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হোসেন।

এসময় আনীত নিন্দা প্রস্তাব উপাচার্য গ্রহণ করেন। তবে এই নিন্দা প্রস্তাবের প্রতিবাদ জানান বিএনপিপন্থি সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

বেতন-ভাতা-পেনশন বাবদ খরচ ৬৩৩ কোটি টাকা
ঢাবির ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ৯৪৪ কোটি টাকা
নিন্দা প্রস্তাবে অধ্যাপক মাহবুব হাসান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে কথা বলতে পারেন না। জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রেখে চলেছে। আমি তার এই বক্তব্যের নিন্দা প্রস্তাব জানাচ্ছি।

 

নিন্দা প্রস্তাব গ্রহণ করে সিনেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সেটা যেই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এমন কথা বলা উচিত নয়। এই নিন্দা প্রস্তাব রেকর্ড করা হলো।

নিন্দা প্রস্তাবের প্রতিবাদে বিএনপিপন্থি সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, রাজনৈতিক বক্তৃতায় একজন রাজনীতিবিদ অনেক কথাই বলে থাকেন। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আলোচনা অমূলক। কেউ উপস্থাপন করে থাকলেও উপাচার্য মহোদয়ের সেটি আমলে নেওয়া উচিত নয়।

অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, তিনি একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপাচার্য নিয়োগ নিয়ে কথা বলেছেন তা ঠিক, তবে তিনি সব বিশ্ববিদ্যালয় নিয়েই কথা বলেছেন। উপাচার্যরা অনিয়ম দুর্নীতি করলে সেটা বলাও অমূলক নয়। এটি নিন্দা প্রস্তাব করার মতো কোনও বিষয় নয়।

প্রসঙ্গত, বুধবার বার্ষিক সিনেট অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বার্ষিক সিনেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, সিনেট সদস্য, শিক্ষক প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।