শিক্ষা-গবেষণা-উন্নয়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি


Abu Saleh Shoeb | Published: 2024-06-27 16:25:18 BdST | Updated: 2024-07-01 01:12:51 BdST

শিক্ষা, গবেষণা ও উন্নয়নসহ ৪টি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তিন বছরের সমঝোতা চুক্তি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৬ জুন) রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ উপাচার্য দপ্তরে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. সাদেকা হালিম এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. আব্দুল মালেক।

চুক্তি শেষে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশে-বিদেশে নানান বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি ও পারস্পরিক সহযোগিতা আমাদের আরো শাণিত করবে। আশা করছি এতে রাবি অনেক দূর এগিয়ে যাবে। শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না রেখে একে কার্যকর করার দিকেও আমরা গুরুত্বারোপ করছি।

স্বাক্ষরিত চুক্তিতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণসহ বিভিন্ন সময় উভয় পক্ষের দ্বারা সম্মত অন্য যেকোনো ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।