রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি


Abu Saleh Shoeb | Published: 2024-06-27 13:53:03 BdST | Updated: 2024-07-01 00:38:57 BdST

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত 'RUDO Fundraiser : Save a Father' বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা জানান, ক্যান্সার আক্রান্ত একজন বাবার চিকিৎসার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে সংগৃহীত অর্থ পরিবারের হাতে তুলে দেয়া হবে।

ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ধারায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (JUDS) দুই বিতার্কিক মিরাজ বিশ্বাস ও মেহনাজ বিনতে রহমান।

জানা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ব্রিটিশ পার্লামেন্টারি ধারার এ বিতর্ক প্রতিযোগিতায় ২৫ জুন অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম ও জেইউডিএস সংশপ্তক৷ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেইউডিএস৷ সেই সাথে প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন মিরাজ বিশ্বাস।

বিজয়ী দলের সদস্য মেহনাজ বিনতে রহমান বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের। এটা একটা মহৎ উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আশা করছি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবা দ্রুত সুস্থ হবেন।