চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু


Desk report | Published: 2024-02-19 17:46:35 BdST | Updated: 2024-05-04 15:16:20 BdST

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, কুয়েট ও রুয়েট) গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ডাউনলোড করা যাচ্ছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আসনবিন্যাস ও রোল নম্বর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪–এ অংশগ্রহণের জন্য যেসব আবেদনকারী নির্বাচিত হয়েছেন, তাঁদের Application ID অনুসারে রোল নম্বর ও পরীক্ষাকেন্দ্র একসঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আসন কত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে ১৬টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে ১৪টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি—সব মিলিয়ে সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে।

গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)-তে আবেদনের ফি ১ হাজার ৩৫০ টাকা এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)-তে ১ হাজার ৪৫০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

যোগ্য প্রার্থী ও কেন্দ্রতালিকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি (রোববার), সকাল ১০টা

প্রবেশপত্র ডাউনলোড: ১৯ ফেব্রুয়ারি (সোমবার), সকাল ১০টা থেকে

ভর্তি পরীক্ষা: ৩ মার্চ (রোববার)

পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ১৮ মার্চ (সোমবার), রাত ১০টা।

আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত দেখুন এখানে https://admissionckruet.ac.bd/