রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি শুরু ৩ ডিসেম্বর


রাবি টাইমস | Published: 2017-11-28 17:38:06 BdST | Updated: 2024-05-20 19:36:46 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (সম্মান) ভর্তি প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে সাতটি ইউনিটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বাকি দুটি ইউনিটেরও তালিকা দ্রুত পাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বাকি ইউনিটগুলোর ভাইভা (স্বাক্ষাৎকার) এখনও শেষ হয়নি। তাদের ভাইভা শেষ হলে তারপর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সকল ইউনিটের ভর্তির কার্যক্রম আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে।

এর আগে গহ ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৬৮ জন ভর্তিচ্ছু অংশ নেয়।

জেএম/ ২৮ নভেম্বর ২০১৭