দক্ষ জনশক্তি তৈরিতে কাজে আসছেনা বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ


টাইমস প্রতিবেদক: | Published: 2017-08-09 17:25:08 BdST | Updated: 2024-05-12 01:38:19 BdST

দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ দিলেও অধিকাংশ ক্ষেত্রে এসব সনদ আন্তর্জাতিকভাবে গৃহীত হয় না। প্রশিক্ষণের মান নিয়েও থাকে প্রশ্ন। তাই অনেক বিদেশি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মী নেয়।

এ অবস্থার উত্তরণে কারিগরী প্রশিক্ষণের মানোন্নয়ন ও সনদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য যুক্তরাজ্যের কারিগরি শিক্ষার সার্টিফিকেশন অথরিটি, সিটি এন্ড গিল্ডের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।

দেশের শ্রমবাজারের চাহিদা পূরণ ও স্বল্পশিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সারা দেশে এখন পর্যন্ত ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে সরকার। প্রতিবছর এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ পায় ৬ লাখ শিক্ষার্থী।

এসব প্রতিষ্ঠান থেকে বের হওয়া তরুনরা দেশীয় শিল্পে দক্ষ শ্রমিকের চাহিদা কিছুটা পূরণ করলেও আন্তর্জাতিক কোন সংস্থার স্বীকৃতি না থাকায় বিদেশে গিয়ে ভালো বেতনের চাকুরি পায় না। এ অবস্থায় প্রশিক্ষণ সনদের আন্তর্জাতিক মান অর্জনে যুক্তরাজ্যের সার্টিফিকেশন অথরিটি সিটি এন্ড গিল্ডের সাথে চুক্তি করতে যাচ্ছে বিএমইটি।

এতে যেমন বিদেশে দক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনা বাড়বে, তেমনি দেশের বিভিন্ন খাতে দক্ষ শ্রমিকের সংকট অনেকটাই কাটবে বলে মনে করেন রামরু অভিবাসন বিশেষজ্ঞ।

প্রশিক্ষিত শ্রমিক বিদেশে গেলে রেমিটেন্সও বাড়বে, এমন প্রত্যাশা বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের।

প্রাথমিকভাবে ইলেক্ট্রিটিক্যাল, প্লাম্বিং, হসিপিটালিটি সেক্টরসহ ৬টি বিষয়ে সিটি এন্ড গিল্ডের তত্ত্বাবধানে আর্ন্তর্জাতিক কারিকুলামে প্রশিক্ষণ দেয়া হবে। খবর সময় সংবাদের।

টিআর/ ০৯ আগস্ট ২০১৭