ঢাকাস্থ কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির ১৫ তম কার্যনির্বাহী কমিটি গঠিত


Dhaka | Published: 2024-02-02 01:17:17 BdST | Updated: 2024-05-04 01:42:04 BdST

ঢাকাস্থ কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)’র ১৫তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মুনিম। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন দুইজন। তারা হলেন, মাহমুদুর রহমান (অর্পণ) ও মো. মুশতাক শাহরিয়ার সজীব। সংগঠনের নীতিমালা অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংগঠনটির ৩য় কমিটির সভাপতি মো. মোয়াচ্ছেল হোসেন শিমুল, ৫ম কমিটির সভাপতি মো. নূরুজ্জামান রাজু ও ৭ম কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম দূর্জয় সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য বর্তমান নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. নাজমুস সাকিব বলেন, ‘২০০১ সালের ৩ আগস্ট আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সূচনালগ্ন থেকেই দেশের দরিদ্রতম এই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে কেএসডব্লিউএডি। ঢাকায় কুড়িগ্রাম থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আসা হাজারো শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় অতীতের ন্যায় পাশে থাকব। বিশেষ করে ছাত্রাবস্থায় আর্থিক সমস্যা সমাধান ও দক্ষ মানবসম্পদ গঠনে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।‘

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মুনিম বলেন, ‘ইট-পাথরের এই যান্ত্রিক শহরে, কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের প্রাণের মেলবন্ধন আমাদের এই কেএসডব্লিউএডি। এমন একটি গর্বিত সংগঠনে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। শিক্ষার্থীদের স্বার্থে গড়ে উঠা এই সংগঠন তার প্রতিটি কর্মকাণ্ডে সেই স্বার্থের প্রতিফলন ঘটাবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা যারা সংগঠন পরিচালনার দায়িত্ব পেয়েছি সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধনে ঢাকাস্থ কুড়িগ্রামের শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাব।’