
আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটার ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে প্রসিকিউটার থাকার সময় যুদ্ধাপরাধের বিচার কার্যে বিতর্কিত ভূমিকা ছাড়াও জামায়াতের কর্মী সাজিয়ে নিজ মাকে বাড়ি ছাড়া করার মত গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে আসামির মনোনীত আইনজীবী উপস্থিত না থাকায় তিনি নিজেই আদালতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ঘটনার আগে পরে তিনি অসুস্থ ছিলেন। তবে, রাষ্ট্রপক্ষের দাবি ফ্যাসিস্ট হাসিনার দোসর এই আইনজীবী জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার পরিকল্পনাকারী। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গ্রেপ্তারের সময় বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়ায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটার থাকার সময় জামায়াতের প্রয়াত আমীর গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির মামলা পরিচালনায় বির্তকিত ভূমিকা পালন করেন এই আইনজীবী। ২০১৭ সালে এসে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তাঁর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তুরিন আফরোজকে।
অন্যদিকে, নিজের মাকে জামায়াতের রুকন সাজিয়ে ২০১৮ সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের মত ভয়ংকর অভিযোগও রয়েছে এ আইনজীবীর বিরুদ্ধে।