হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-04-13 17:16:55 BdST | Updated: 2025-04-23 00:51:11 BdST

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে, আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে রাজউকের আবাসিক প্রকল্পে, নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনী হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তাঁরা। এই ঘটনায় শেখ হাসিনাসহ তার পরিবেরের ৫ জন ও রাউজকের ১২ জনকে আসামী করে ৩ টি মামলা দায়ের করে দুদক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘এই ঘটনায় আসামীরা আত্মসমর্পণ ও গ্রেপ্তার না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে।