চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উদযাপন


CU Correspondent | Published: 2022-01-29 10:36:49 BdST | Updated: 2024-05-18 11:56:30 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির ২৫ বছরপূর্তি।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য না জেনে সংবাদ প্রকাশ করলে মানুষ বিভ্রান্ত হয়, ভয় পেয়ে যায়। আশা রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সৎ সাংবাদিকতা করবে। আর চ্যালেঞ্জগুলো সাহসের সঙ্গে মোকাবেলা করবে।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এক সঙ্গে চলি, এক সঙ্গে ভাবি এ বিশ্ববিদ্যালয় কীভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। অন্তত আমরা যেন নতুন কিছু সৃষ্টি করতে পারি। বিজ্ঞানে ও গবেষণায় প্রথম হতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দীর্ঘ সময় পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। এ সময়ে তাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি সংগঠনটি তার যোগ্যতা দিয়ে এসব কাটিয়ে যাবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদপত্র সমাজের দর্পণ। এই দর্পণকে দায়িত্বশীলতা দিয়ে কাজে লাগান। তাহলে সমাজব্যবস্থা কখনোই পেছন দিকে যাবে না।

মূখ্য আলোচনা রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। তিনি বলেন, সাংবাদিকতায় নৈতিকতার ভিত্তি আরও মজবুত করতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থের চেয়ে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কাউকে খুশি করার জন্য গুরুত্বপূর্ণ সংবাদ চেপে রাখা যাবে না।