চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি


CU Correspondent | Published: 2022-02-01 03:23:18 BdST | Updated: 2024-05-18 11:39:02 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হােছাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সব বিভাগ/ইনস্টিটিউটে ক্লাশ শুরু হবে ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যারা ভর্তি কার্যক্রম শেষ করবে তাদের নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির জন্য ডাকা হবে।

প্রসঙ্গত, চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঁচটি ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।