চবিতে শাড়ি-লুঙ্গি পরে ‘সিঙ্গেল ঐক্য পরিষদ’র সমাবেশ


CU Correspondent | Published: 2022-02-15 03:18:34 BdST | Updated: 2024-05-18 13:24:01 BdST

বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লুঙ্গি ও শাড়ি পরে সমাবেশ ও বসন্তকে বরণ করেছে সিঙ্গেল ঐক্য পরিষদ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকা থেকে একটি র্যালি বের করেন সংগঠনের নেতাকর্মীরা। শহীদ মিনারের দিকে গিয়ে র্যালিটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা ছেলেরা লুঙ্গি ও মেয়েরা শাড়ি পরে সমাবেশে যোগদান করেছি। আমরা সবাই সিঙ্গেল। কারণ আমরা স্বাধীনভাবে চলতে চাই।

লুঙ্গি ও শাড়ি পরার কারণ হিসেবে তারা বলেন, ‘সমাজে অভিজাত শ্রেণির অনেক মানুষ লুঙ্গি পরাকে নিরুৎসাহিত করেন। আমরা মনে করি লুঙ্গি ও শাড়ি শ্রেণি নির্বিশেষে সবার পোশাক। পোশাকের স্বাধীনতা সবার থাকতেই পারে।’

সমাবেশ শেষে সংগঠনের উদ্যোগে জারুলতলায় মার্বেলসহ শৈশবের স্মৃতিবিজড়িত কিছু খেলার আয়োজন করা হয়। সেখানে সিঙ্গেল, কাপল সবাই অংশগ্রহণ করেন।