চবিতে প্রথমবারের মতো ‘বই বিনিময় উৎসব’


CU Correspondent | Published: 2022-02-22 09:33:54 BdST | Updated: 2024-05-18 12:26:54 BdST

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বই বিনিময় উৎসব’।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে হাজারেরও বেশি বই বিনিময় হয়েছে।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের উপস্থিতিতে উৎসব শুরু হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সংগঠনটির সভাপতি হাসিবুল খান, প্রোগ্রাম আহ্বায়ক ইব্রাহিম মুন্না, সদস্য আলআমিন, মারিয়া, মোস্তাক, আফিফা, ইতি, মুন, আঁখি, সুমন, আসিফ, হিমিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনে যে কেউ পঠিত যে কোনো বই জমা দিয়ে উৎসব থেকে নিজের পছন্দমতো সমপরিমাণ বই সংগ্রহ করেন। এতে অংশগ্রহণ করা পাঁচজনকে বিশিষ্ট পাঁচ লেখকের নতুন বই উপহার দেওয়া হয়।