চবিতে ফের অজগর উদ্ধার


CU Correspondent | Published: 2022-02-26 09:10:48 BdST | Updated: 2024-05-18 14:20:05 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ফের অজগর উদ্ধার করা হয়েছে। পাঁচ ফুট দৈর্ঘ্যের সাপটির ওজন প্রায় তিন কেজি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষার্থী রিফাত আমিন জানান একটি সাপ ঝুপড়িতে বাঁধা আছে। পরে সেটি উদ্ধার করি। ওখানকার দোকানের একটা ছেলে সম্ভবত এটাকে বেঁধে রেখেছিল।

তিনি আরও বলেন, সাপটি নির্বিষ বার্মিজ অজগর। পরবর্তীতে সেটি নিরাপদ স্থানে ফিরিয়ে দিতে চবি জীববিজ্ঞান অনুষদ থেকে অনেকটা দূরে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৮ কেজি ওজনের একটি অজগর। পরে সাপটি বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়।