বিনা টাকায় খাবার না পেয়ে বাবুর্চিকে পেটালেন ছাত্রলীগের ৩ কর্মী


DU Correspondent | Published: 2022-03-09 07:14:27 BdST | Updated: 2024-05-18 12:27:09 BdST

বিনা টাকায় খাবার না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলের ডাইনিংয়ের এক বাবুর্চিকে পেটানোর অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার বাবুর্চির নাম আবুল হাশেম। অভিযুক্তরা-বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোখলেছ, ইংরেজি বিভাগের সাদ্দাম হোসেন ও লোকপ্রশাসন বিভাগের মোরশেদ।

তারা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র্যাগ ডে উপলক্ষে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করে দর্শন বিভাগ। এসময় ওই তিন ছাত্রলীগকর্মী আবুল হাশেমের কাছে তিনটি খাবারের প্যাকেট চান। হাশেম খাবার দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর করেন।

ভুক্তভোগী আবুল হাশেম বলেন, ‘ওরা আমার মাথায় ও পেটে আঘাত করেছে। মেডিকেল থেকে ব্যান্ডেজ করে দিয়েছে। আমি প্রক্টর, পুলিশ বরাবর লিখিত অভিযোগ দেবো।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাদ্দাম হোসেন বলেন, ‘হাশেমের আচরণগত সমস্যা আছে। সে ছাত্রদের সঙ্গে প্রায় বেয়াদবি করে। এজন্য রেগে গেলে একপর্যায়ে হালকা হাতাহাতি হয়।’

বিজয় উপগ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আমি ওদের চিনি না। আমাদের গ্রুপের কোনো কর্মী কখনোই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে মারধরের মতো ঘৃণ্য কাজ করবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সোহরাওয়ার্দী হলের বাবুর্চিকে মারধর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’