রাবিপ্রবির উপাচার্য হলেন চবি অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক


CU Correspondent | Published: 2022-03-24 08:43:28 BdST | Updated: 2024-05-18 09:03:25 BdST

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সাবেক ডিন ও অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

বুধবার (২৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে চবির আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ সংক্রান্ত চিঠি পেয়েছি। কবে থেকে যোগদান করবো সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি।