আবু তালিবকে হলে ফেরানোর দাবি ছাত্র ইউনিয়নের


DU Correspondent | Published: 2022-03-16 06:49:38 BdST | Updated: 2024-05-18 15:55:14 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘মিনি গেস্টরুমে’ নির্যাতনের শিকার অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু তালিবকে হলে ফেরানোর দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসাইনের সঙ্গে নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতারা। সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।

বিশ্ববিদ্যালয় সংসদের নব-নির্বাচিত সভাপতি শিমুল কুম্ভকারের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাঈন আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক ফাহিম শিহাব রেওয়াজ এবং সাদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নিজামউদ্দীন হৃদয়, ক্রীড়া সম্পাদক এন্টন চাকমা, ছাত্র ইউনিয়ন কর্মী তানভির হোসেন।

এ সময় তারা হল প্রভোস্ট বরাবর তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

১. সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আবু তালিবকে হলে ফেরত নিতে হবে; বৈধভাবে হলে থাকার সব ব্যবস্থা করতে হবে।

২. গেস্টরুম-গণরুম বন্ধ করতে হবে। যতদিন সম্ভব হচ্ছে না, গণরুমে বাঙ্কবেডের ব্যবস্থা করে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

৩. হলে সকল প্রগতিশীল মতের অবস্থান নিশ্চিত করতে প্রশাসনকে স্বপ্রণোদিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, আবু তালিবকে নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত। প্রভোস্টের সঙ্গে দেখা করে আমরা তিনটি দাবি জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। দাবিগুলো পূরণ না হলে আমরা বড় কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গবন্ধু হলের ২০১ (ক) নম্বর কক্ষে আবু তালিবকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে একই হলের ২০১৮-১৯ সেশনের চার ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর দিন থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত হলের বাইরে আছেন আবু তালিব।