ঢাবির ১৭ মার্চের আলোচনা সভা স্থগিত


DU Correspondent | Published: 2022-03-17 08:57:04 BdST | Updated: 2024-05-18 16:32:18 BdST

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিতব্য আলোচনা সভা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২২ উদযাপন উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠেয় আলোচনা সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

তবে অন্যান্য অনুষ্ঠানসমূহ পালন করা হবে বলে জানা যায়। সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল পৌনে ৭টায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত, সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া, আবাসিক হল ও হোস্টেলের মসজিদ ও উপাসনালয়ে দোয়া প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।