ঢাবির সব আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন উপাচার্য


DU Correspondent | Published: 2022-03-17 09:03:06 BdST | Updated: 2024-05-18 14:46:36 BdST

বিশ্ববিদ্যালয়ের যে কোনো আয়োজন অনেক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে করতে হয় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এই কাজগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে। ফলে আয়োজনগুলো প্রশাসনের একার পক্ষে করা কঠিন হয়ে পড়ে। তাই সবার সহযোগিতা প্রয়োজন হয়।

বুধবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। মুজিববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের দুটি বাস হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন, মহান মুজিববর্ষের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো যাতে হয় সেবামূলক। সেগুলো যেন হয় চতুর্থ শিল্পবিপ্লবের সহায়ক কিছু উপাদান। সেগুলো যেন হয় এসডিজি লক্ষ্যমাত্র অর্জনে সহায়ক শক্তি। সেই নিরিখেই আজকের এই প্রয়াস।

তিনি বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি বাস উপহার পেল। এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসতে অণুপ্রেরণা পাবে।

সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, আজকের এই উদ্যোগ অনেক ফলপ্রসূ এবং একই সঙ্গে অনুপ্রাণিত মূলক। বিশ্ববিদ্যালয়ের এ রকম কাজে এগিয়ে আসার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সিটি ব্যাংক ও ইফাত গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের প্রতি।

ঢাবি উপাচার্য তার বক্তব্যে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার অহ্বান জানান।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমার জানা মতে ১৩ জন রাষ্ট্রপতি ও সাতজন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছেন। এখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে পরিপূর্ণতা এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের সঙ্গে নিজেদেরকে জড়িত রেখেছি এবং ভবিষ্যতেও জড়িত রাখবো বলে আশা করছি।

পরে তিনি সিটি ব্যাংকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে বৃত্তির উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বাস দিচ্ছি। এটি মোটেও বড় কিছু না। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১২টি বাস দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন খাতে অতুলনীয় অবদান রাখেন। তারা একসময় দেশের কান্ডারি হয়ে ওঠেন, দেশের উন্নয়নে সেবা প্রদান করেন। এটিই আমাদের মূল প্রাপ্তি।

শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনেক। এই বিশ্ববিদ্যালয় যেভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মানবসম্পদ তৈরি করে দেশকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে, এর কোনো তুলনাই হয় না। শুধু সরকারের বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের চাহিদা কখনোই মেটানো সম্ভব না। তাই এক্ষেত্রে যার যার অবস্থান থেকে ঢাবিতে বিনিয়োগ করলেই আমরা খুব শিগগির আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

এসময় তিনি ইউসিবি ব্যাংকের উদ্যোগে আরও একটি বাস দেওয়ার কথা বলেন। আগামী এক মাসের মধ্যে বাসটি পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে বাসের চাবি তুলে দেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন।