জুনের মধ্যেই সম্পন্ন হবে ঢাবির ভর্তি পরীক্ষা


DU Correspondent | Published: 2022-03-22 06:53:03 BdST | Updated: 2024-05-18 17:57:54 BdST

আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। গতবারের মতো এবারও পাঁচটি ইউনিটের (ক, খ, গ, ঘ এবং ঙ) অধীনে এই পরীক্ষা নেওয়া হবে। তবে এসব কোন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

আজ সোমবার সন্ধ্যায় উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সভা হয়। সভায় উপস্থিত একাধিক ডিন ও চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ বলেন, এবারও পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারিখ নির্ধারণ না হলেও নীতিমালা আগের বছরের মতই থাকছে। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা সভায় সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।