আধুনিক শরীরচর্চা কেন্দ্র পেল ঢাকা কলেজ শিক্ষার্থীরা


DU Correspondent | Published: 2022-03-25 05:47:07 BdST | Updated: 2024-05-18 16:48:06 BdST

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা কলেজে চালু হলো আধুনিক শরীরচর্চা কেন্দ্র। এখন থেকে শিক্ষার্থীরা নিয়মিত এই ব্যায়ামাগারেই শরীরচর্চার সুযোগ পাবেন৷

বৃহস্পতিবার (২৪ মার্চ) নতুন এই শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কু্দ্দুস সিকদার সহ অন্যান্য শিক্ষকরা।

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক সেলিম বলেন, ঢাকা কলেজের মতো বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চার আধুনিক ব্যবস্থা না থাকা দুঃখজনক। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সুবিধা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতার নতুন সংযোজন আধুনিক ব্যায়ামাগার। শিক্ষার্থীরা এখন থেকে নিয়মিত কলেজেই শরীরচর্চার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে আরও বিভিন্ন ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ক্ষেত্র কলেজ প্রশাসন সৃষ্টি করবে।

উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন বলেন, আমাদের নানা আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা নতুনভাবে ব্যায়ামাগার চালু করতে পেরেছি সেটিই বড় বিষয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ব্যায়ামাগারের আধুনিকায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের অনেককেই জিম করতে বাইরে যেতে হতো। এখন নিজের কলেজেই শরীরচর্চার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শরীরচর্চা কেন্দ্রটি খোলা থাকবে ৷ এতে ফাইব স্টেশন, ক্রসটেইনার, স্পিনিং বাইক, সিটআপ বেঞ্চ, পুশআপ বার, ডামবেল, ট্রেডমিলসহ বিভিন্ন ব্যায়ামের সামগ্রী রয়েছে৷ এছাড়াও সেখানে কেরাম, দাবা, টেবিল টেনিস খেলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।