কোনো অন্যায়কারীকে ছাত্রলীগ ছাড় দেবে না: জয়


DU Correspondent | Published: 2022-04-08 07:40:17 BdST | Updated: 2024-05-18 21:18:09 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মের অপব্যবহার, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীকে মেনে নেবে না ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন ছাত্রলীগের নেতারা।

এসময় তারা দাবি জানান, ঢাবি ক্যাম্পাসে ধর্মীয় রাজনৈতিক সংগঠন ও তাদের বিভিন্ন কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বক্তব্য রাখেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও কমিটির অন্যান্য নেতারা।

আল নাহিয়ান খান জয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা কখনো মৌলবাদীদের মেনে নেবে না। এই মৌলবাদী গোষ্ঠীকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে বিব্রত করেন। মৌলবাদীদের ধর্ম নিয়ে ব্যবসা, ধর্মকে পুঁজি করে মিথ্যা বলে এগিয়ে যেতে দেবো না।

শর্টকাট টেকনিকে বেহেশতে যাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ মেরে বা মানুষ মারার টেকনিক শিখিয়ে বেহেশতে যেতে চান, তাদের বলতে চাই, তোরা লুকিয়ে লুকিয়ে কেন সংগঠনের নেতৃত্ব দিস? পেছন থেকে চোরাগোপ্তা হামলা না করে আয়, সামনে এসে নেতৃত্ব দিয়ে আমাদের মোকাবিলা কর। দেখি তোদের কতো সাহস।

এসময় নাহিয়ান খান জয় জানান কোনো অন্যায়কারীকে ছাত্রলীগ ছাড় দেবে না।