যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক সই


DU Correspondent | Published: 2022-04-13 07:35:54 BdST | Updated: 2024-05-18 21:17:39 BdST

 

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাবি উপাচার্যের লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় ঢাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ড. মার্ক রুডিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় দুটি ছাত্র-শিক্ষক বিনিময় ছাড়াও শিক্ষা ও গবেষণামূলক প্রকাশনা ও তথ্য-উপাত্ত আদান-প্রদান করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়াও অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির বিজনেস কলেজের ডিন অধ্যাপক ড. মারিও হায়াক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।