ঢাবি ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সাদা দলের ৫ দাবি


DU Correspondent | Published: 2022-05-31 04:37:57 BdST | Updated: 2024-05-18 19:54:14 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সকল দল-মতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দফা দাবি পেশ করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। সোমবার (৩০মে) দুপুর ১টায় উপাচার্যের সাক্ষাৎ পরবর্তী এক সংবাদ সম্মেলন এসব দাবি পেশ করেন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফুর রহমান।

লিখিত বক্তব্য পাঠকালে সাদা দলের এই নেতা বলেন, ঢাবি উপাচার্যের সঙ্গে সাদা দলের কেন্দ্রীয় কমিটি, বর্তমান ও সাবেক সিনেট সদস্যদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় সিনেট সদস্যরা ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সাদা দলের পক্ষ থেকে ৫ দাবি পেশ করা হয়েছে বলে জানান তিনি। দাবিগুলো হলো- বিগত কয়েক দিন ধরে ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। ছাত্রদলের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়া/ প্রত্যাহার করা। বিগত কয়েক দিনে যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতি সমভাবে সংবেদনশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সকল ছাত্র সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয়ে অবাধ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা গ্রহণের করা।

এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. ইয়ারুল কবীর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও জনাব এম এ কাউসার।