ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক গবেষণা বৃত্তি প্রদান


DU Correspondent | Published: 2022-06-08 05:00:47 BdST | Updated: 2024-05-18 23:02:44 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ও যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল)- এর উদ্যোগে প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়।

সোমবার (৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজিত ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড সেকেন্ড আন্ডারগ্রাজুয়েট ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

 

এবছর বৃত্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস সাদিক এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম রাইসা। নিজ নিজ গবেষণাপত্র চূড়ান্ত করার জন্য তাদেরকে এই বৃত্তি প্রদান করা হয়।

গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন এবং আর্থ ক্লাইমেট চেঞ্জ টিমের রিসার্চ কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজের উপস্থাপনায় নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

 

এসময় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ একটি ব্যতিক্রমী সংগঠন। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এই সংগঠন যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের উদ্যোগ সবসময় সমর্থন ও সহযোগিতা করে যাবে। এসময় তিনি গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি নাসরিন জেবিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিজ্ঞান গবেষণায় শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাবি গবেষণা সংসদের মডারেটর এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম। এছাড়াও বাণিজ্য অনুষদভুক্ত শিক্ষার্থীদের গবেষণার প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট ইনফরমেশন ডিপার্টমেন্টের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের গবেষণার প্রস্তুতি বিষয়ে কথা বলেন কমিউনিকেশন্স ডিজঅর্ডার ডিপার্টামেন্টের চেয়ারম্যান তাওহিদা জাহান।

 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান এবং বিইউপি গবেষণা সংসদের মডারেটর ড. নিলীম মুহসিন রেজা, ঢাকা আহসানিয়া মিশনের সেন্টার ফর ইথিক্স এডুকেশনের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কাজী আলি রেজা। স্নাতক গবেষণায় বৃত্তি প্রদান এবং বাংলাদেশে গবেষণা সংসদের অগ্রযাত্রা ও কর্মকাণ্ড নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার সাইফুল্লাহ সাদেক।

অনুষ্ঠানে গবেষণা সংসদের বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় ঢাবি গবেষণা সংসদের রিসার্চ ফেলো, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রভাষক রোমানা পাঁপড়ি এবং সোশ্যাল সাইন্স টিমের গবেষক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আতিকুজ্জামান লিংকনকে। এছাড়াও গবেষণা সংসদের কয়েকজন সদস্যকে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং দেশের প্রথম স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স আয়োজনে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সর্বশেষ অনুষ্ঠানে নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়। নাসরিন জেবিনের কমিটি ঘোষণা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাবি গবেষণা সংসদের ২০২২ এর জন্য নতুন কমিটির সভাপতি হয়েছেন ইইই (ট্রিপল ই) বিভাগের শিক্ষার্থী মো. ইসতিয়াক উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।