ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সিনিয়র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফী, আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন সিদ্দিকী, সহ-আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুস সাকিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন ভূইয়া।
নির্বাচন শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদ নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটি যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং অন্য আরেক যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. আমজাদ আলী। বেশ কয়েক বছর ধরে ঢাবি শিক্ষক সমিতিতে একক আধিপত্য ধরে রেখেছে নীল দল।