তীব্র গরম উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা


DU Correspondent | Published: 2024-07-10 17:06:28 BdST | Updated: 2024-09-08 05:52:41 BdST

একেতে প্রচণ্ড গরম, তার ওপর তীব্র রোদ। এরপরও থেমে নেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন। অসহ্য গরম উপেক্ষা করেই রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর থেকেই রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা গান, কবিতা আর স্লোগানে স্লোগানে মুখরিত রাখেন পুরো এলাকা। কেউবা খেলছিলেন লুডু। আবার কোনো কোনো নারী শিক্ষার্থীকে রাস্তায় গোল্লাছুট খেলতেও দেখা যায়। গরমে অতিষ্ঠ শিক্ষার্থীদের কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছেন আন্দোলনের সমন্বয়করা।

এর আগে হাইকোর্টের রায়কে ‘ঝুলন্ত সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে সারাদেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা এ বিষয়ে একটি স্থায়ী সমাধান চান।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফা দাবি, সংসদে আইন পাস করে সরকরি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো।’

এর আগে দুপুর ১২টার কিছু আগে শাহবাগ মোড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।