এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতন জমা


টাইমস ডেস্ক | Published: 2017-10-30 18:44:27 BdST | Updated: 2024-05-19 19:56:38 BdST

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড় দেয়া হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন (মাউশি) বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়েছে।

মাউশির পরিচালক (অর্থ) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক জমা দেয়া হয়েছে। রোববার অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে চেক হস্তান্তর করা হয়। ৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে অক্টোবরের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার কাজ হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এসব চেক জমা দেয়া হবে।

টিআর/ ৩০ অক্টোবর ২০১৭