নির্বাচন উপলক্ষে দু’দিন স্থগিত থাকবে ডুয়েটের ক্লাস


Desk report | Published: 2024-01-06 12:06:12 BdST | Updated: 2024-04-27 13:36:30 BdST

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শ্রেণি পাঠদান আগামী ৮ জানুয়ারি থেকে দু’দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ ও ৯ জানুয়ারি সকল বিভাগ/ইনস্টিটিউটের আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের সকল বর্ষ ও সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়। আর নির্বাচন উপলক্ষ্যে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ৭ জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫-৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি হতে যাচ্ছে।