বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে না থাকায় হাফ পাসের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছেন তারা। কর্মসূচি সফল করতে এরই মধ্যে অনলাইন ও অফলাইনে সমানভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীরা।
অনলাইনে ‘মেট্রোরেলে হাফ পাস চাই’ শিরোনামে একটি ইভেন্ট খুলেছেন শিক্ষার্থীরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন। ৩০ জানুয়ারি থেকে এ ইভেন্ট আহ্বান করা হয়েছে।
কর্মসূচির সমন্বয়ক ও মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্স সংবাদমাধ্যমকে জানান, অনলাইনে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী এ দাবির পক্ষে সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণপরিবহনে হাফ পাস পদ্ধতি রয়েছে।
রোববারের অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হলিক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেইন্ট জোসেফ কলেজ, মাইলস্টোন কলেজ, বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে এরই মধ্যে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো: মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে; মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।